গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে আইজিপি

আইজিপি
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের দেখতে আজ রোববার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন করেছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

হাসপাতালে অবস্থানরত আহত আন্দোলনকারীদের চিকিৎসার খোঁজখবর নেন বাহারুল।

আন্দোলনে অংশগ্রহণকারী সবার বীরোচিত ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, 'তাদের অবদানের জন্যই জনগণ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন।'

আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দায়ের করা সব মামলার দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দেন আইজিপি। 

গত ২০ নভেম্বর নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পাওয়া বাহারুল আরও বলেন, 'বাংলাদেশ পুলিশ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী জন–আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারাবদ্ধ।'

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago