নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত মতামত: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

আগামী বছর রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার গঠনের বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের মন্তব্য তার ব্যক্তিগত মতামত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ কথা বলেন।

তিনি বলেন, 'গতকাল শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ তার ব্যক্তিগত মতামত দিয়েছেন যে ২০২৫ সালে নির্বাচন হতে পারে। এটা স্পষ্ট করা দরকার যে, এটা পুরোপুরি তার ব্যক্তিগত মতামত।'

অপূর্ব জাহাঙ্গীর আরও বলেন, 'প্রধান উপদেষ্টার কাছ থেকে এখন পর্যন্ত নির্বাচনের কোনো তারিখ পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টাই জানাবেন নির্বাচন কবে হবে।'

 

Comments