প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশের পরিস্থিতি গভীর পর্যবেক্ষণ করছেন: হোয়াইট হাউস

জো বাইডেন
জো বাইডেন | রয়টার্স ফাইল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং যুক্তরাষ্ট্র আশা করে যে অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবে।

হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশন অ্যাডভাইজর জন কিরবি বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের ওয়াশিংটন ডিসি ব্যুরো প্রধান ললিত কে ঝা'র এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা খুব নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও পর্যবেক্ষণ করছেন।'

কিরবি বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা জটিল হয়ে পড়েছে। আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা সেবার সক্ষমতা বৃদ্ধির জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।'

পিটিআই ব্যুরোর প্রশ্ন ছিল, 'গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন-হিন্দুদের বেশ কয়েকটি গোষ্ঠী বিক্ষোভ মিছিল করছে, হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু হত্যা ও মন্দিরে হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ করছে। প্রেসিডেন্ট কি এটা জানেন? জাতিসংঘে বৈঠকের ফাঁকে তিনি তার বন্ধু অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হলে তিনি কি বিষয়টি উত্থাপন করেছিলেন?'

জবাবে জন কিরবি বলেন, 'আমরা বাংলাদেশের নেতাদের সঙ্গে আলোচনার সময় স্পষ্টভাবে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে বলেছি। জাতি-ধর্ম নির্বিশেষে সকল বাংলাদেশির নিরাপত্তার কথা বলেছি। আমরা এ বিষয়ে তাদের ধরতে চাই।'

যুক্তরাষ্ট্রের শিকাগো, নিউইয়র্ক, ডেট্রয়েট, হিউস্টন ও আটলান্টাসহ বেশ কয়েকটি শহরে ভারতীয় আমেরিকানরা বিক্ষোভ করেছে। তারা বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে এবং এসব বন্ধে প্রেসিডেন্ট বাইডেনের হস্তক্ষেপ কামনা করেছে।

Comments

The Daily Star  | English

US collects over $1 billion a year in tariffs on Bangladeshi goods: CPD  

The CPD said Bangladesh imposes customs and other duties averaging 6.2 percent on US imports

1h ago