সারদায় ‘আদেশ অমান্য করায়’ প্রশিক্ষণার্থী ২৫ এএসপিকে শোকজ

সারদায় ৫৮ এসআই বরখাস্ত

রাজশাহীর সারদার পুলিশ একাডেমিতে আদেশ অমান্য করায় ৪০তম বিসিএসের প্রশিক্ষণার্থী ২৫ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (মৌলিক প্রশিক্ষণ-২) তানভীর সালেহীন ইমন গতকাল রোববার এ নোটিশ জারি করেন। 

ওই ২৫ এএসপিকে আলাদাভাবে নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রশিক্ষণের সময় আদেশ অমান্য করে এলোমেলোভাবে হাঁটার অভিযোগ আনা হয়েছে।

আজ সোমবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও জনসংযোগ) এনামুল হক সাগর দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ একাডেমি ২৫ প্রশিক্ষণার্থী এএসপিকে শোকজ নোটিশ দিয়েছে। তাদের তিন দিনের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।'

শোকজ নোটিশের একটি কপি ডেইলি স্টারের হাতে এসেছে। এতে বলা হয়, গত ২৬ নভেম্বর সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মসূচির বিকেলের অধিবেশনে কুচকাওয়াজ শুরু হওয়ার পর, কোম্পানির দায়িত্বে থাকা কমান্ড সহকারী উপপরিদর্শক কেন্দ্রীয় কমান্ডের অংশ হিসেবে এএসপিদের নির্দেশনা দিচ্ছিলেন। কিন্তু কয়েকজন প্রশিক্ষণার্থী সঠিকভাবে দৌড়াননি এবং এলোমেলোভাবে হেঁটে যান।

এতে আরও বলা হয়, তাদের বারবার দৌড়ে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা তা না শুনে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে। এটা অন্যান্য প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা ভঙ্গ করতে উৎসাহিত করে। এ ধরনের কর্মকাণ্ড ও আচরণ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা ও শৃঙ্খলার পরিপন্থী, যা অসদাচরণের শামিল।

এর আগে গত ২০ অক্টোবর ৪০তম বিসিএসের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পাসিং আউট কুচকাওয়াজ স্থগিত করে। তবে এ সিদ্ধান্তের স্পষ্ট ব্যাখ্যা দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পরে ১৯ নভেম্বর পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং প্রশিক্ষণার্থী এসআইদের স্নাতক অনুষ্ঠান স্থগিত করা হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশিক্ষণের সময় শৃঙ্খলা ভঙ্গের জন্য তিন ধাপে ৩১৩ প্রশিক্ষণার্থীকে পুলিশ একাডেমি থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

14 held over attack on NCP’s rally in Gopalganj

At least 14 people have been arrested so far in connection with yesterday’s attack on NCP rally and subsequent clashes with law enforcers

7m ago