৪০ বিসিএসের ৬ প্রশিক্ষণার্থী এএসপিকে অব্যাহতি

সারদায় ৫৮ এসআই বরখাস্ত

৪০তম বিসিএসের ৬ প্রশিক্ষণার্থী সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তারা রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

অব্যাহতিপ্রাপ্ত ছয় এএসপি হলেন—মো. আশরাফুজ্জামান, মানস কীর্ত্তনীয়া, শান্তু রায়, সোহেল রহমান, কাজী ফয়জুল করীম ও সঞ্জীব দেব।

তবে তাদের অব্যাহতির কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর ধারা ৬(২) অনুসারে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

এর আগে, গত বছরের ২০ অক্টোবর সরকার ৪০ বিসিএসের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পাসিং-আউট প্যারেড স্থগিত করে।

 

Comments