ভাতা বৃদ্ধি, মঙ্গলবার থেকে কাজে ফিরছেন ট্রেইনি চিকিৎসকেরা

ট্রেইনি চিকিৎসকেরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং আগামীকাল সকাল থেকে কাজে ফিরবেন। ছবি: প্রবীর দাশ/ স্টার

দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করল সরকার।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভাতা দুই ধাপে বাড়ানো হবে। প্রথমে ২০২৫ সালের জানুয়ারিতে ৫ হাজার টাকা এবং পরে আগামী জুলাইয়ে আরও ৫ হাজার টাকা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হবে।

ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকেরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং আগামীকাল সকাল ৮টায় কাজে ফিরবেন বলে জানিয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ আলী বিন হাসানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এফসিপিএস পরীক্ষার প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতা ২০ শতাংশ বাড়িয়ে বিদ্যমান ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা করা হয়েছে। এটি ২৩ ডিসেম্বর, ২০২৪ তারিখে আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে৷

এতে আরও বলা হয়েছে যে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর এফসিপিএস পরীক্ষার প্রথম পর্বে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের জন্য মাসিক পারিতোষিক ভাতা ২০২৫-২৬ অর্থবছর থেকে ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।

গতকাল বিকেলে স্বাস্থ্য বিষয়ক প্রধান উপদেষ্টার সহকারী অধ্যাপক সাইদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রেইনি চিকিৎসকদের চার সদস্যের প্রতিনিধি দল।

বৈঠকে জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়।

ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি জাবির হোসেন বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতার বিষয়টি মানছি। আমরা সকাল ৮টা থেকে কাজে ফিরব। তবে জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা কোনো কারণে বাস্তবায়ন না হলে আমরা আবারও আন্দোলন শুরু করব।'

তিনি বলেন, 'গত দুই বছর ধরে আমরা আমাদের ভাতা পাওয়ার জন্য আন্দোলন করে আসছি। সবাই বলছে আমাদের দাবি ন্যায্য। তবে রাজপথে না নামলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সে কারণে আমরা রাজপথে আন্দোলন করতে বাধ্য হই।'

এর আগে ২২ ডিসেম্বর ট্রেইনি চিকিৎসকরা তাদের ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন।

 

Comments

The Daily Star  | English
Graft allegations against Benazir Ahmed

Interpol issues red notice against ex-IGP Benazir

Authorities have so far submitted red notices requests against 12 individuals, including several high-ranking officials of the AL regime

26m ago