ভাতা চালুর দাবিতে লালমনিরহাট সদর হাসপাতালে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

ইন্টার্নশিপ ভাতা চালুর দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন লালমনিরহাট সদর হাসপাতালে কর্মরত ৭৫ ইন্টার্ন নার্স। 
রোববার দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন করে ইন্টার্ন নার্সরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। ছবি: স্টার

ইন্টার্নশিপ ভাতা চালুর দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন লালমনিরহাট সদর হাসপাতালে কর্মরত ৭৫ ইন্টার্ন নার্স। 

আজ রোববার দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন করে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।

দাবি পূরণ করা না হলে কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন তারা। কর্মবিরতির কারণে লালমনিরহাট সদর হাসপাতালে আসা সেবাগ্রহীতা সেবা পেতে বিড়ম্বনায় পড়ছেন। 

নার্সরা জানান, এ হাসপাতালে ৭৫ জন ইন্টার্ন নার্স শিফটিংয়ের মাধ্যমে দিন-রাত ২৪ ঘণ্টায় সেবা দিয়ে আসছেন। নিজের টাকা খরচ করে তাদের হাসপাতালে ডিউটি করতে হচ্ছে।

এ হাসপাতালের ইন্টার্ন নার্স শিহাব উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের ছয় মাস হাসপাতালে ইন্টার্নশিপ করতে হয়। আগস্ট মাস থেকে হাসপাতালে ইন্টার্ন নার্স হিসেবে কাজ করছি, কিন্তু ভাতা পাচ্ছি না। আগের ব্যাচের ইন্টার্ন নার্সরাও ভাতা পাননি।'

তিনি আরও বলেন, 'ইন্টার্নশিপ ভাতা না পাওয়ায় আর্থিকভাবে চরম সংকটে পড়েছি।'

ইন্টার্ন নার্স বিথী আক্তার ডেইলি স্টারকে বলেন, 'ইন্টার্ন চলাকালে আমাদের নিয়োগপ্রাপ্ত নার্সদের চেয়ে বেশি দায়িত্ব পালন করতে হয়। সর্বক্ষণ রোগীদের সেবা দিতে হয়। কিন্তু ভাতার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।'

জানতে চাইলে লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইন্টার্ন নার্সরা কর্মবিরতি পালন করছেন এতে হাসপাতালে রোগীদের সেবা দিতে বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। নিয়ম অনুযায়ী ইন্টার্ন নার্সদের ভাতা পাওয়ার কথা। কিন্তু কেন ভাতা চালু করা হচ্ছে না এটা বলতে পারব না। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়।'

Comments