আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

নাবিল গ্রুপ, বিএফআইইউ, আর্থিক গোয়েন্দা বিভাগ, এস আলম গ্রুপ, ব্যাংক,

আরও ২১ জন সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

ওই ২১ সাংবাদিক হলেন—দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ডিবিসি নিউজের হেড অব নিউজ প্রণব সাহা, প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, ইনডিপেনডেন্ট টিভির প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম শামসুর রহমান, হেড অব নিউজ মামুন আবদুল্লাহ ও বিশেষ প্রতিনিধি অনিমেষ কর, বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন রাসেল ও উপ-সম্পাদক মাহমুদ হাসান।

আরও আছেন—দৈনিক খোলা কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাফর আহমেদ (বর্তমানে বাংলানিউজে কর্মরত), দৈনিক জাতীয় অর্থনীতি সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরী, আমাদের সময় ও আমাদের অর্থনীতির প্রধান প্রতিবেদক দীপক চৌধুরী, একুশে টেলিভিশনের হেড অব ইনপুট অখিল কুমার পোদ্দার, একাত্তর টিভির সাংবাদিক ঝুমুর বারী, একুশে সংবাদের সম্পাদক জিয়াদুর রহমান, কালবেলার বিশেষ প্রতিনিধি আঙ্গুর নাহার মন্টি, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, এসএ টিভির সাংবাদিক রাশেদ কাঞ্চন, বাসসের সিনিয়র রিপোর্টার শাহনাজ সিদ্দিকী, একুশে টিভির সাংবাদিক রাশেদ চৌধুরী প্রমুখ, এসএ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল এবং সমকালের সাংবাদিক রমা প্রসাদ।

এর আগে ১২ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছিল বিএফআইইউ।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

1h ago