আবহাওয়া বিভাগের সার্ধশত বর্ষপূর্তিতে বাংলাদেশকে আমন্ত্রণ নয়াদিল্লির

ভারতের আবহাওয়া বিভাগের সার্ধশত বর্ষপূর্তিতে চলছে নানা আয়োজন। ছবি সৌজন্য: দ্য হিন্দু

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) সার্ধশত বা ১৫০ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ছয়টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি।

এই আয়োজনে যোগ দিতে পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হয়েছে। অতিথি তালিকায় মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারতের প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) আইএমডির এক জ্যেষ্ঠ্য কর্মকর্তার বরাত দিয়ে জানায়, 'আমরা চেয়েছি (১৫০ বছর আগে) আইএমডির গোড়াপত্তনের সময় যেসব দেশ অখণ্ড ভারতের অংশ ছিল, তারা সবাই যেন এই উৎসবে যোগ দেয়।'

পাকিস্তান ইতোমধ্যে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের পক্ষ থেকে এখনো কোনো জবাব দেওয়া হয়নি বলে জানিয়েছে পিটিআই।

১৮৭৫ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ভারতের আবহাওয়া বিভাগের যাত্রা শুরু হয়। ১৫ জানুয়ারি ভারতের এই সরকারি সংস্থাটির ১৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে।

১৮৬৪ সালে সাইক্লোনে বিধ্বস্ত কলকাতা এবং পরবর্তীতে ১৮৬৬ ও ১৮৭১ সালে বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত থেকে সৃষ্ট দুর্যোগের মোকাবিলায় এই সংস্থাটি চালু করা হয়।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

3h ago