পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (৪২) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শহিদুলকে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসা করা হচ্ছে।

আহত শহিদুল পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের জবেদ আলীর ছেলে।  

বিজিবি ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৮৫৯ নম্বরের ৪ নম্বর সাব পিলারের কাছে কাশিরডাঙ্গা এলাকা দিয়ে ভারত থেকে  গরু আনছিলেন ৫-৬ জনের চোরাকারবারি দল। এ সময় সীমান্তে টহলরত ভারতের ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে শহিদুলের পায়ে গুলি লাগে। তার সঙ্গীরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন এবং রংপুরে একটি ক্লিনিকে নিয়ে যান চিকিৎসার জন্য।

নাম প্রকাশে অনিচ্ছুক আহত একজন দ্য ডেইলি স্টারকে বলেন, মামলার জটিলতা এড়াতে গুলিবিদ্ধ শহিদুলকে গোপনে চিকিৎসা করানো হচ্ছে। শহিদুল সুস্থ আছেন। 

এ ব্যাপারে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি ক্যাম্পের কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম বিএসএফের গুলিতে বাংলাদেশি আহতের সত্যতা নিশ্চিত করেন।

Comments

The Daily Star  | English

Explosions rock Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

6h ago