বিমানের সেই ফ্লাইটে বোমা পাওয়া যায়নি, যাত্রীদের তল্লাশি

ছবি: সংগৃহীত

ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেই ফ্লাইটে কোনো ধরনের বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

আজ বুধবার দুপুরে দ্য ডেইলি স্টারকে তিনি জানান, নিরাপত্তা কর্মকর্তারা এখন যাত্রীসহ তাদের লাগেজ তল্লাশি করছেন।

তল্লাশি শেষে লাগেজ সংশ্লিষ্ট যাত্রীদের বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে, আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি আসে। অপরিচিত একটি নম্বর থেকে এই হুমকি দেওয়া হয়। এ কারণে সকাল ৯টা ২০ মিনিটে ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

সেসময় তিনি বলেন, 'সব যাত্রী নিরাপদে উড়োজাহাজ থেকে নেমে টার্মিনালে গেছেন। কোনো ধরনের হুমকি আছে কি না, তা খতিয়ে দেখতে প্রোটোকল অনুসরণ করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Govt considers out-of-court settlements to bring back laundered money: BB governor

Recovering through legal channels can be a lengthy process, says Ahsan H Mansur

26m ago