ফ্যাসিস্টরা ভারত-দুবাই বসে বলছে, আমরা নাকি পালিয়ে গেছি: হাসনাত

হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'আজকে শুনলাম গুজব ছড়িয়েছে, আমরা নাকি দেশ থেকে পালিয়ে গেছি। দেশ থেকে পালাইয়া কই আছি? আমার নিজ বাড়ি দেবীদ্বারে থাকাকে কি পালানো বলে?'

'কিন্তু যারা এ গুজব ছড়ায়, তারা পালিয়ে কই আছে? ভারতে বসে বসে তারা আমাদের বলে, আমরা নাকি পালানোর জায়গা পাব না। যারাই পালিয়ে আছে, তারাই আমাদের বলে পালানোর জায়গা পাব না। এটা খুবই হাস্যকর,' বলেন তিনি।

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ধামতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর তা‌দের নেতারা ভারতে ও দুবাই পালি‌য়ে গিয়ে ফুর্তি করছে, আরাম-আয়েশ করছে। পালানোর সময় তাদের কোনো কর্মীকে সঙ্গে নেয়নি। এখন সেই কর্মীরা বাড়ি থাকতে পারতেছে না।

তিনি বলেন, দেশে একটি রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে, এই বিভাজনে আল্টিমেটলি লাভ তাদের, যারা ভারতে পালি‌য়ে আছে। এই বিভাজন দূর করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীর স্বার্থে।

Comments

The Daily Star  | English
Rice_market

Development is not just about macroeconomic progress

Do macroeconomic concepts reflect the realities on the ground?

12h ago