‘অত্যন্ত গোপনীয়’ অভিযোগ নিয়ে দুদকে সারজিস-হাসনাত

দুদক কার্যালয়ে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার দুপুরে তারা দুদকের প্রধান কার্যালয়ে যান। চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, 'আমরা দুদকের কাছে কিছু অভিযোগ নিয়ে এসেছি। আমরা লিখিতভাবে সেগুলো জমা দিয়েছি।'

অভিযোগের ধরন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'অত্যন্ত গোপনীয়।'

অভিযোগগুলো কার বিরুদ্ধে, এই প্রশ্নের জবাবে হাসনাত সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, 'এটাও খুবই গোপনীয়। আমরা যদি এখন গোপন বিষয়গুলো প্রকাশ করি, তাহলে সেগুলো গোপন থাকবে না। তাছাড়া, অন্যায়কারীরা সতর্ক হয়ে যাবে।'

সারজিস আলম সাংবাদিকদের বলেন, 'আগে কিছু লোক দুদককে সাম্রাজ্য গড়ার জন্য ব্যবহার করেছে। অন্যদিকে, অনেকে কোনো অন্যায় না করেও হয়রানির শিকার হয়েছে।'

'এখন এমন কিছু ঘটবে বলে আমরা আশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, যা আমরা লিখিতভাবে জমা দিয়েছি। সে কারণেই আমরা এখানে এসেছিলাম। এ মুহূর্তে আর কিছু বলার নেই,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

2h ago