কমলাপুর থেকে ট্রেনের টিকিটে যাত্রীরা যাচ্ছেন বিআরটিসি বাসে

কমলাপুর থেকে ট্রেনের যাত্রীরা যাচ্ছেন বিআরটিসি বাসে। ছবি: এমরান হোসেন

রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘটের কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। এই পরিস্থিতিতে ট্রেনের টিকিটেই যাত্রীদের বিআরটিসির বাসে করে বিভিন্ন গন্তব্যে পাঠানোর হচ্ছে। ঢাকার কমলাপুরে রেলস্টেশনের বাইরে থেকে এসব বাস ছাড়ছে। ট্রেনের টিকিট দেখিয়ে যাত্রীরা এসব বাসে যেতে পারছেন।

আজ মঙ্গলবার সকালে কমলাপুর রেলস্টেশনের বাইরে বিআরটিসির অন্তত ১০টি বাস অপেক্ষা করতে দেখা যায়। ট্রেনের টিকিট দেখে এসব বাসে যাত্রী তোলা হচ্ছে। সেখানে বাসের ব্যবস্থাপনায় থাকা কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রাম, খুলনা রংপুরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বাস ছাড়তে দেখা যায়।

ট্রেনের যাত্রী কামরুল দ্য ডেইলি স্টারকে জানান, চট্টগ্রাম যেতে স্টেশনে এসেছিলেন তিনি। এর জন্য আগাম টিকিটও সংগ্রহ করেছিলেন। কিন্তু সকালে স্টেশনে এসে দেখেন ট্রেন চলছে না। পরে জানতে পারেন তাদের জন্য বাসের ব্যবস্থা রয়েছে।

রেলকর্মীদের ধর্মঘটের মধ্যে আজ সকালে কমলাপুর স্টেশন পরিদর্শনে আসেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, তারা ট্রেন চালক ও অন্যান্যদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং সৌহার্দ্যপূর্ণভাবে সমস্যা সমাধান করতে চান।

রেল উপদেষ্টা বলেন, ট্রেনের টিকিট কেনা যাত্রীদের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কিছু রুটে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা ইতোমধ্যেই আন্দোলনরত কর্মীদের দাবি পূরণ করেছেন, তারপরও তারা কর্মবিরতি পালন করছেন।

Comments

The Daily Star  | English

Rangpur mob violence victims’ families decry police inaction

Four arrested, some culprits have gone into hiding, local police say

53m ago