ফেব্রুয়ারিতে ৪২৪ উপজেলায় ৩০ টাকা দরে ওএমএসের চাল বিক্রি

ওএমএসের চাল বিক্রি। স্টার ফাইল ফটো

রমজান উপলক্ষে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

দেশের ৪২৪ উপজেলার মোট ৮৪৮টি কেন্দ্রে ওএমএসের মাধ্যমে এই চাল বিক্রি হবে।

জনপ্রতি ৫ কেজি চাল এবং প্রতিকেজি ৩০ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ফ্রেব্রুয়ারিতে ৬১ জেলার ৪০১ উপজেলায় প্রতিদিন ৩ মেট্রিকটন করে এবং ৩ পার্বত্য জেলার ২৩ উপজেলায় ১ মেট্রিকটন করে মোট ৪২৪ উপজেলায় মোট ৮৪৮ কেন্দ্রে এই চাল বিক্রি হবে।

এছাড়া, ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, ৮ সিটি করপোরেশন ও ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের শিল্প এলাকার ৯০৬টি কেন্দ্রে প্রতিদিন ১ টন করে ৯০৭ মেট্রিকটন চাল বিক্রি করা হবে।

Comments

The Daily Star  | English

BNP serious about reforms, spreadsheet created confusion: Salahuddin

"BNP is serious about reforms. That's why we're actively discussing with the commission to build consensus," he said

8m ago