২৬ ঘণ্টা পর রেলকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, সকাল থেকে চলবে ট্রেন

প্রতীকী ছবি

২৬ ঘণ্টারও বেশি সময় পর রেলকর্মীরা আজ বুধবার ভোর থেকে তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর রহমান আজ ভোররাত পৌনে ৩টার দিকে এই ঘোষণা দেন।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তিনি এই ঘোষণা দেন।

মিন্টো রোডে রেল উপদেষ্টার বাসভবনে এক বৈঠকের পর এই ঘোষণা আসে।

পরে রেল উপদেষ্টা ও মজিবুর রহমান সাংবাদিকদের ব্রিফ করেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, বিদ্যমান সময়সূচি অনুযায়ী আজ থেকে সব ট্রেন চলবে।

বৈঠকে রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

7h ago