ঘন কুয়াশায় ঢাকার ৬ ফ্লাইট নামল সিলেট ও কলকাতায়

শাহজালাল বিমানবন্দর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর | ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। এসব ফ্লাইট সিলেট এবং কলকাতা বিমানবন্দরে নামতে বলা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমান বাংলাদেশ সূত্র জানায়, ছয়টি ফ্লাইটের মধ্যে কুয়েত থেকে জাজিরা এয়ারওয়েজ, মাস্কাট থেকে সালাম এয়ার, দুবাই থেকে ইউএস বাংলা, দোহা থেকে কাতার এয়ারওয়েজ ও কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আসছিল।

সূত্র আরও জানায়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এরই মধ্যে ডাইভার্ট করা ফ্লাইটগুলো ঢাকা বিমানবন্দরে ফিরে আসতে শুরু করেছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বুশরা ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিমানের যে ফ্লাইটটি ভোর ৪টা ২০ মিনিটে সিলেট বিমানবন্দরে নামতে বলা হয়েছিল সেটি সকাল ১০টার দিকে ঢাকায় ফিরে এসেছে।'

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

19m ago