মোহাম্মদপুরে ১১ বছরের শিশু নিখোঁজ

নিখোঁজ
নিখোঁজ আরাবি ইসলাম সুবা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গতকাল রোববার সন্ধ্যায় ১১ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ঢাকায় এসেছিল বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাবি ইসলাম সুবা।

শিশুর বাবা ইমরান রাজীবের একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক নেটিজেন তাকে খুঁজে পেতে পরিবারকে সাহায্য করার উদ্দেশ্যে পোস্টটি শেয়ার করেছেন।

নিখোঁজের পর সুবার বাবা-মা ভেঙে পড়েছেন।

সুবার আত্মীয় মাইদুল রাকিব জানান, সুবার মা প্রথমে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করায় তার পরিবার মহাখালী এলাকার একটি বাসা নিয়ে বসবাস শুরু করে। 

সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার কেমোথেরাপি শুরু হয়। সেজন্য চারদিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার মা।

রোববার সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট এক কাজিনকে নিয়ে বাসা থেকে বের হয় সুবা। কৃষি মার্কেট এলাকার প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার কাজিন একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর সুবা আর বাসায় পৌঁছায়নি।

পরিবারের লোকজন তৎক্ষণাৎ আশপাশ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে তারা মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, তারা ঘটনাটিকে গুরুত্ব দিয়ে মেয়েটিকে উদ্ধারে একাধিক দল মোতায়েন করেছেন।

তার অবস্থান জানতে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

Comments

The Daily Star  | English
soybean oil price hike

Soybean oil price hike temporary: commerce adviser

Improved supply and increased competition will help bring down prices soon, he says

1h ago