বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের লকার জব্দ করতে দুদকের চিঠি

বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি ভল্টে কর্মকর্তাদের সব লকার সাময়িকভাবে জব্দ করার অনুরোধ জানিয়ে গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পক্ষ থেকে গভর্নর আহসান এইচ মনসুরকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে বলে দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামান জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, আদালতের অনুমতি নিয়ে এবং একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের একটি তদন্ত দল গত ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে তল্লাশি চালায়।

সে সময় দুদকের তদন্ত দল দেখতে পায় যে, বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের লকার সিল করে রাখা।।

দুদকের সন্দেহ, এসব লকারে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ থাকতে পারে।

চিঠিতে আরও বলা হয়, দুদক বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে অর্থপাচারসহ একাধিক অভিযোগ তদন্ত করছে।

গত ৩০ জানুয়ারি দুদক চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টার মধ্যে  বাংলাদেশ ব্যাংকের লকারে রক্ষিত সম্পদের বিষয়টি নিয়েও আলোচনা হয়। 

অর্থ উপদেষ্টা ভল্টে রক্ষিত সম্পদ সাময়িকভাবে জব্দ করতে সম্মত হয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করেছে দুদক।

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

14h ago