তিস্তার পানি বণ্টন নিয়ে সরকার কঠোর অবস্থানে: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ছবি: সংগৃহীত

তিস্তা নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকার শক্ত অবস্থানে থেকে আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ রোববার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা রেল সেতু এলাকায় আয়োজিত 'তিস্তা নদীর জন্য পদক্ষেপ' শীর্ষক গণশুনানিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আসিফ বলেন, ভারতকে তিস্তা চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করতে আন্তর্জাতিক পানি আইনেরভিত্তিতে কূটনৈতিক চাপ প্রয়োগ করা হবে।

'২০১১ সাল থেকে বাংলাদেশ তিস্তার পানির ন্যায্য হিস্যা পেতে চুক্তির জন্য চাপ দিচ্ছে। হাসিনা নেতৃত্বাধীন সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে কোনো সফলতা আসেনি। কিন্তু এবার আমরা কঠোর অবস্থান নিয়ে আলোচনা করব,' বলেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আসিফ আরও বলেন, 'তারা তিস্তা নিয়ে কথা বললেও কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি।'

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

15h ago