সিএনজি-অটোরিকশা মিটারের বেশি ভাড়া আদায় করলে ৫০ হাজার টাকা জরিমানা

cng
সিএনজিচালিত অটোরিকশা। ছবি: স্টার ফাইল ফটো

সিএনজিচালিত অটোরিকশা মিটারের ভাড়ার হারের অতিরিক্ত আদায় করলে ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছে বিআরটিএ।

আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিটে উল্লেখ করা এলাকার মধ্যে যেকোনো গন্তব্যে মিটারে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে দেখানো ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। 

আইন অমান্য করলে ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে বলে জানিয়েছে বিআরটিএ।

এছাড়া, চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক ১ পয়েন্ট কাটার বিধানের উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়, গ্যাস বা পেট্রোলচালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago