জরিমানা প্রত্যাহারের দাবিতে সিএনজিচালিত অটোরিকশা চালকদের মিরপুর রোড অবরোধ

সিএনজি চালিত অটোরিকসা। প্রতীকী ছবি: স্টার
সিএনজি চালিত অটোরিকসা। প্রতীকী ছবি: স্টার

সিএনজি চালিত অটো-রিকশা চালকরা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ২০ মিনিট মিরপুর রোডের উভয় পাশ অবরোধ করে রাখে।

মঙ্গলবার বিআরটিএ জানায়, সিএনজিচালিত অটোরিকশা মিটারের ভাড়ার হারের অতিরিক্ত আদায় করলে ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ জানিয়ে সড়ক অবরোধ করে চালকরা।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম আজম সড়ক অবরোধের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

তিনি জানান, চালকরা ওই জরিমানা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

Comments

The Daily Star  | English

26 killed in Pakistan, 12 in India

India says 'targeted attacks', Pakistan says civilians hit, vows response

12h ago