ইলন মাস্ককে আমন্ত্রণ ও ৯০ দিনের মধ্যে স্টারলিংক সেবা চালুর প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মার্কিন ধনকুবের ইলন মাস্ককে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ এবং আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছেন।
১৯ ফেব্রুয়ারিতে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে ড. ইউনূস বাংলাদেশে স্টারলিংকের সেবার উপযোগিতার বিষয়টি তুলে ধরেন।
তিনি আলাদা করে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, পল্লী সম্প্রদায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা উল্লেখ করেন।
চিঠিতে ড. ইউনূস জানান, স্টারলিংকের সংযোগকে বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে সমন্বিত করা হলে এর প্রভাব 'রুপান্তরমূলক' হবে, বিশেষত, উদ্যমী যুব সমাজ, পল্লী অঞ্চল ও সংকটাপন্ন নারীদের পাশাপাশি দূরবর্তী ও অবহেলিত সম্প্রদায়ের জন্য।
দেশে দ্রুত স্টারলিংকের পরিষেবা চালুর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার বিশেষ প্রতিনিধি (রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত) ড. খলিলুর রহমানকে মাস্কের প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দায়িত্ব দিয়েছেন।
১৩ ফেব্রুয়ারি ইলন মাস্ক ও ড. ইউনূসের মধ্যে টেলিফোনে দীর্ঘ আলোচনা হয়। এই আলোচনায় স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়গুলো উঠে আসে।
Comments