ভারতে স্টারলিংক সেবা দিতে মাস্ক-আম্বানির চুক্তি

মুকেশ আম্বানি ও ইলন মাস্ক। কোলাজ ছবি: সংগৃহীত
মুকেশ আম্বানি ও ইলন মাস্ক। কোলাজ ছবি: সংগৃহীত

ইলন মাস্কের স্পেস এক্সের সঙ্গে একটি চুক্তি সইয়ের কথা জানিয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিও। এই চুক্তির আওতায় দেশটিতে জিও গ্রাহকরা স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা পাবেন।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি। 

এই ঘোষণার একদিন আগেই জিওর প্রতিদ্বন্দ্বী টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেলের সঙ্গেও একই ধরনের একটি চুক্তিতে সই করেছে স্পেসএক্স।  

কয়েক মাস ধরে মাস্ক ও আম্বানির প্রতিষ্ঠানের মধ্যে স্যাটেলাইট তরঙ্গ নিয়ে বিতর্কের পর অবশেষে এলো এই চুক্তির খবর। 

ভারতে স্টারলিংক সেবা চালুর বিষয়টি বিতর্কিত। স্যাটেলাইটের মাধ্যমে দুর্গম অঞ্চলেও ইন্টারনেট সেবা দিতে সক্ষম স্টারলিংকের সম্ভাব্য উচ্চ মূল্য ও তরঙ্গ বরাদ্দসহ অন্যান্য বিষয় নিয়ে দেশটিতে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরেই।

তবে আপাতদৃষ্টিতে মনে হয়েছে এসব বিতর্ককে পেছনে ফেলে ভারতের টেলিকম সেবাদাতারা স্পেস এক্সের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই সেবা চালু ও দ্রুত গ্রাহক বাড়ানোর উদ্যোগ নিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় স্টারলিংক সেবা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো জিওর খুচরা দোকানে বিক্রি হবে। পাশাপাশি, স্টারলিংক ইনস্টল ও চালু সংক্রান্ত গ্রাহক সেবাও দেবে জিও।

বিবৃতিতে উল্লেখ করা হয়, 'ডাটা ট্রাফিকের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল অপারেটর জিওর অবস্থানকে কাজে লাগিয়ে উভয় পক্ষ দেশজুড়ে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড সেবা দেবে, যার মধ্যে ভারতের সবচেয়ে দুর্গম ও পল্লী অঞ্চল অন্তর্ভুক্ত।'

জিও জানিয়েছে, স্পেস এক্স ভারতে স্টারলিংক সেবা দেওয়ার অনুমোদন পেলে এই চুক্তি কার্যকর হবে।

ভারতের গণমাধ্যমগুলো গত মাসে জানিয়েছে, স্টারলিংকের অনুমোদন ও লাইসেন্সের প্রাথমিক অনুমোদন দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা।

পাশাপাশি, আম্বানির টেলিকম ইউনিট পৃথকভাবে স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা দেওয়ার জন্যেও কাজ করছে।

২০২২ সালে লুক্সেমবার্গের এসইএস নামের প্রতিষ্ঠানের সঙ্গে একটি যৌথ উদ্যোগের কথা জানায় জিও। এই উদ্যোগে স্যাটেলাইট ও জিওস্টেশনারির সমন্বয়ে ব্রডব্যান্ড সেবা পাবেন ভারতীয়রা। তবে কবে নাগাদ এই সেবা চালু হবে, তা জানা যায়নি।

এর আগে গত মাসে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ধনকুবের ইলন মাস্ক।

এ মুহূর্তে ভারতে সামাজিক মাধ্যম এক্স ছাড়া অন্য কোনো ব্যবসার সঙ্গে মাস্কের সংযোগ নেই। তবে শিগগির বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ভারতে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

ভারতে গত মাসে টেসলা কর্মী নিয়োগ দেওয়া শুরু করেছে। প্রতিষ্ঠানটি নয়াদিল্লি ও মুম্বাইয়ে স্টোর ম্যানেজার ও সার্ভিস টেকনিশিয়ানের পদের জন্য বিজ্ঞাপন দিয়েছিল।

Comments

The Daily Star  | English
Khaleda’s return on Qatar air ambulance

Khaleda Zia reaches Heathrow Airport on the way to Dhaka tomorrow morning

Fakhrul urges BNP supporters to keep roads free, ensure SSC students can reach exam centres

2h ago