যারা বাংলাদেশকে নতুন করে গঠন করতে দিতে চায় না, তারা বলছেন এখনই নির্বাচন চাই: ফরহাদ মজহার

ফরহাদ মজহার। ছবি: সংগৃহীত

যত অরাজকতা-বিশৃঙ্খলা হচ্ছে, এর পেছনে পরাজিত শক্তির হাত আছে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামে আধ্যাত্মিক সাধক পুরুষ আবদুল কাদির শাহর (রহ.) ৫৭তম স্মরণোৎসব ও লোকজ মেলায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।

দ্রুত নির্বাচন দেওয়া প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, যারা বাংলাদেশকে নতুন করে গঠন করতে দিতে চায় না, তারা বলছেন এখনই নির্বাচন চাই, এখনই সরকার গঠন করতে চাই। ওরা (আওয়ামী লীগ) ১৫ বছর লুটপাট করেছে, এখন আমরা ১৫ বছর লুটপাট করব।

তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে একটি নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্যে। বাংলাদেশকে নতুন করে গঠন করার জন্যে। বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত তরুণরা ধৈর্যের পরিচয় দিয়েছেন। এই কাজটি আমাদের করতে দেওয়া হয়নি। তরুণদের ৫ আগস্ট বিষয়ে একটা ইশতেহার ঘোষণা করতে দেওয়া হয়নি। এ অবস্থায় তারা বিশৃঙ্খলা না করে ধৈর্যের পরিচয় দিয়েছেন।

তরুণরা এখন নতুন দল করছে উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, 'তাদের দাবি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দিতে হবে। এর মানে হচ্ছে, আগে বাংলাদেশে সবাই মিলে শান্তিপূর্ণভাবে দাবি মেনে একটি সংবিধান লিখবো—তাদের আগে নির্বাচিত করে আনতে হবে।'

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

1h ago