ইউএসএআইডির বেশিরভাগ কর্মীকে ছাঁটাই অথবা ছুটিতে পাঠানো হবে

usaid.jpg

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-এর বেশির ভাগ কর্মীকেই ছাঁটাই অথবা বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হবে। সংস্থাটি জানিয়েছে, রোববার মধ্যরাতের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

ইউএসএআইডির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে, 'কর্মশক্তি হ্রাস' প্রচেষ্টার অংশ হিসেবে সংস্থাটির প্রায় ১ হাজার ৬০০ কর্মীকে ছাঁটাই করা হবে।

তবে বৈদেশিক মিশনে অতি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত, নেতৃস্থানীয় কর্মকর্তা এবং বিশেষ প্রোগ্রামে কর্মরতরা ছাঁটাই হবেন না। এর বাইরে সরাসরি নিয়োগ পাওয়া অন্য সব কর্মীকে ছুটিতে পাঠানো হবে।

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন মানবিক ও উন্নয়ন কর্মসূচি পরিচালনা করে ইউএসএআইডি। এক প্রতিবেদনে এএফপি জানায়, বিশ্বজুড়ে সংস্থাটির প্রায় ১০ হাজার কর্মী রয়েছে। প্রতিষ্ঠানটি বছরে খরচ করে প্রায় ৪০ বিলিয়ন ডলার।

ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি ব্যয় কমাতে ইলন মাস্কের সুপারিশে সংস্থাটির কার্যক্রম বন্ধ করছে ট্রাম্প প্রশাসন।

চলতি মাসের শুরুতে সব কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানোর ঘোষণা দেয় সংস্থাটি। ট্রাম্পের এই নির্দেশের বিরুদ্ধে আদালতে যান প্রতিষ্ঠানটির কর্মীরা। কিন্তু গত শুক্রবার ফেডারেল বিচারক ট্রাম্পের আদেশের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেন।

রোববার সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, যেসব কর্মী কাজে বহাল থাকবেন তাদেরকে বিকেল ৫টার মধ্যে জানিয়ে দেওয়া হবে।

ইউএসএআইডি আরও জানিয়েছে, বিদেশে কর্মরত কর্মীদের দেশে ফিরে আসার খরচ তারা বহন করবে।

Comments

The Daily Star  | English

Foreign observers who endorsed past three polls won’t be allowed: CEC

Experienced and reliable observers will be permitted to monitor the upcoming national election, he says

45m ago