উপকূলীয় অঞ্চলে অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্যসেবায় জাদুকরি চুড়ি
উপকূলীয় অঞ্চলে অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্যসেবা পেতে পাড়ি দিতে হয় অনেকটা দুর্গম পথ। আবার আর্থিক সংকটে অনেকে জরুরি মুহূর্তেও চিকিৎসকের কাছে যেতে পারেন না।
২০১৫ সাল থেকে ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ সরকার ও উইনরকের সহায়তায় এবং ইউএসএআইডির অর্থায়নে 'নবযাত্রা' নামে একটি প্রকল্প পৌঁছেছে উপকূলের বাঁকে বাঁকে। অন্তঃসত্ত্বা নারী ও সদ্য মায়েদের স্বাস্থ্য সচেতনতায় নানা উদ্যোগের একটি হচ্ছে জাদুকরি চুড়ি।
আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্য সুরক্ষার পরামর্শক জাদুকরি চুড়ি কার্বন মনোক্সাইড এক্সপোজার লিমিটার বা কোয়েলের গল্প।
Comments