ঈদ কেনাকাটায় যানজট কমাতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ডাইভারশন

আব্দুল্লাহপুর, উত্তরা, তুরাগ নদী, সভা-সমাবেশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ,

ঈদুল ফিতরের আগে ঢাকার মার্কেট এলাকাগুলোতে যানজট বেড়েছে। এই যানজট মোকাবিলায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ডাইভারশন দেওয়ার পরিকল্পনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্র-শনিবার (২১ ও ২২ মার্চ) বসানো হবে ডাইভারশন।

এরপর ২৬ মার্চ থেকে শুরু হয়ে চলবে ঈদের আগের দিন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত ডাইভারশন থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনারগাঁও ক্রসিং থেকে পান্থপথ হয়ে নিউমার্কেট, ধানমন্ডি, মোহাম্মদপুর, জিগাতলা ও মিরপুরগামী যানবাহনগুলোকে ফার্মগেট বা শাহবাগের দিকে ডাইভারশন দেওয়া হবে। আর পান্থপথ গ্রিন রোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনগুলোকে গ্রিন রোড, রাসেল স্কয়ার বা ফার্মগেটের দিকে ডাইভারশন দেওয়া হবে।

মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আসা নিউমার্কেটগামী (সিটি বাস ছাড়া) যানবাহনগুলোকে সায়েন্সল্যাব ক্রসিং থেকে বামে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড, কাঁটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারশন দেওয়া হবে। আর নিউমার্কেট থেকে মিরপুর সড়কগামী যানবাহনগুলোকে (সিটি বাস ছাড়া) নীলক্ষেত ক্রসিং, আজিমপুর ক্রসিং অথবা নিউমার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারশন দেওয়া হবে।

ডিএমপি জানিয়েছে, নিউমার্কেট এলাকায় যানবাহনের চাপ বিবেচনা করে মহানগরের অন্যান্য রাস্তাতেও ডাইভারশন দেওয়া হতে পারে।

নিউমার্কেট ক্রসিং থেকে সায়েন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশা চলাচলের জন্য থাকা লেনেই সব রিকশা চলাচলের অনুরোধ করা হয় এ বিজ্ঞপ্তিতে।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

5h ago