ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

কুমিল্লার চান্দিনা এলাকায় গত রাতে এক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজট মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পর্যন্ত বিস্তৃত হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদেরকে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে চান্দিনার নুরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার পর মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
চান্দিনা থেকে শুরু হওয়া যানজট গজারিয়ার ভবেরচর এলাকা পর্যন্ত পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ। আজ দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কে কুমিল্লা অংশে যানবাহন ধীর গতিতে চললেও সোয়া ১টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত গজারিয়ায় যানবাহন আটকে ছিল।
কুমিল্লার এলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, গত রাতের দুর্ঘটনা এবং চালকদের ভুল রুট নেওয়ার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তিনি দুপুর পৌনে ১টার দিকে ডেইলি স্টারকে বলেন, কুমিল্লা অংশে যানবাহন এখন ধীরে ধীরে চলতে শুরু করেছে। আমরা দুর্ভোগ লাঘবে কাজ করছি।
যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। তানজিয়া আক্তার তার পরিবারের সদস্যদের নিয়ে কুমিল্লার দেবীদ্বার যাচ্ছিলেন। নারায়ণগঞ্জ এলাকা অতিক্রম করার পর দুপুর সোয়া ১টার দিকে গজারিয়া উপজেলায় তাদের মাইক্রোবাসটি আটকে যায়। প্রায় ৪৫ মিনিট তাদের গাড়ি একই যায়গায় আটকে ছিল। দুপুর ১টা ১০ মিনিটের দিকে তানজিয়া ডেইলি স্টারকে বলেন, 'আমরা চরম দুর্ভোগের মধ্যে আছি।'
ঢাকা থেকে কুমিল্লার দিকে আসা আরেক যাত্রী শেখ আমিন বলেন, তিনি প্রায় দুই ঘন্টা ধরে কুমিল্লার গৌরীপুর উপজেলায় আটকে ছিলেন।
Comments