নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘মাইন বিস্ফোরণে’ আরেক যুবকের পা বিচ্ছিন্ন

Bandarban Map
স্টার অনলাইন গ্রাফিক্স

তিন দিনের ব্যবধানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে 'স্থলমাইন বিস্ফোরণে' আরেক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর দিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, আজ শনিবার দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা এলাকায় ৪৪ নম্বর সীমান্ত পিলারের শূন্যরেখা থেকে ওপারের ২০০ মিটার ভেতরে মাইন বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে মোহাম্মদ সালাম নামের স্থানীয় এক বিএনপি নেতা তার বাম পা হারিয়েছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত সালাম কাঠ সংগ্রহের জন্য অবৈধভাবে মিয়ানমারের অভ্যন্তরে ঢুকে দুর্ঘটনার কবলে পড়েন। তিনি বর্তমানে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে গত বুধবার সন্ধ্যায় একইরকম ঘটনায় মোহাম্মদ বাবু নামের আরেক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago