নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

স্থলমাইন বিস্ফোরণে আহত তৈয়বকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: ইউএনবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. তৈয়ব নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে জারুলিয়া ছড়ি বিওপির সীমান্তবর্তী ৪৬-৪৭ নম্বর পিলারে শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক বিষয়টি নিশ্চিত করেন।

আহত তৈয়ব নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকার ছাবের আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, তৈয়ব বাংলাদেশি পণ্য পাচারের উদ্দেশে সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে যান। ফেরার পথে ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে এপারে আসার সময় জারুলিয়া ছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ সীমান্ত পিলারে শূন্যলাইন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনে বিস্ফোরণ হয়। এসময় তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুল হক জানান, আহত ব্যক্তিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Comments

The Daily Star  | English
Domestic violence killing women in Bangladesh

Domestic violence in Bangladesh: When numbers speak of the silence

When we are informed that 133 women have been killed by their husbands in seven months, it is no longer just a number.

8h ago