আমাদের স্বার্থ, জনগণের স্বার্থ বিঘ্নিত হলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে 'দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার বিকেলে রাজধানীর বাড্ডায় মহানগর বিএনপির ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

সেখানে তিনি বলেন, 'আমাদের প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে-বিদেশে—আপনাদেরকে আবার ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেবো না। খুব পরিষ্কার কথা।'

নির্বাচনের আকাঙ্ক্ষা ব্যক্ত করে তিনি আরও বলেন, 'আমরা এখনো রাস্তায় নামিনি। আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি ঈদ সামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে। সুখ-দু:খে তাদের পাশে দাঁড়াচ্ছি।'

'কিন্তু আমাদের স্বার্থে, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে। মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে জানে,' যোগ করেন তিনি।

'মাঠে নামার' জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতেও বলেন তিনি। 

বিদেশি ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, 'ভারত-পাকিস্তান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য, আমরা কারোর পক্ষে না। আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান সাহেব খুব পরিষ্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশি।'  

বক্তব্যের একপর্যায়ে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ওপর চলা দমন-নিপীড়ন নিয়েও কথা বলেন তিনি। 

'(বিএনপির) ৯০ শতাংশ নেতাকর্মীকে জেলে নিয়েছিল। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার আমাদের ২০ হাজারের মতো নেতাকর্মীকে হত্যা করেছে। প্রায় সতেরশো নেতা-কর্মীকে গুম করেছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা-গায়েবী মামলা দিয়েছিল,' বলেন মির্জা ফখরুল। 

তবে বিএনপি 'সেই অবস্থা' পার করে এসেছে বলে মন্তব্য করেন তিনি। 

এই বিএনপি নেতা আরও বলেন, 'আল্লাহ তা'লার কাছে হাজারো শুকরিয়া আদায় করি। অলৌকিক শক্তির মাধ্যমে তিনি যেন হঠাৎ করে একদিন হাসিনাকে গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেছে আল্লাহ তা'লার নির্দেশে। যে অত্যাচার-নির্যাতন তিনি মানুষের ওপরে করেছেন, সেখান থেকে মুক্তি পেয়ে একটা মুক্ত পরিবেশে আমরা এসে দাঁড়িয়েছি।' 

বাড্ডার মাদানি সড়কে বেরাইদা ঈদগাহ মাঠে এই অনুষ্ঠান আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি ৪২নং ওয়ার্ড। অনুষ্ঠানে নিম্ন আয়ের মানুষের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করা হয়। 

মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিরুল ইসলাম তুহিনের সভাপতিত্বে হওয়া এ অনুষ্ঠানে মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপির ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক এমএ কাইয়ুম বক্তব্য রেখেছেন।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

2h ago