নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে ১ জনের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাইশারী ইউনিয়নের হাতিরডেবা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ আলী ইউনিয়নের উত্তর করলিয়ামুরা এলাকার কবির আহমদের ছেলে। তিনি একজন কৃষক এবং দীর্ঘদিন ধরে উত্তর করলিয়ামুরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ বিষয়ে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বন্য হাতির আক্রমণে মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে। খবর জানাজানির পর এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন সম্পন্ন হয়েছে।'

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা ডেইলি স্টারকে বলেন, 'হাতির আক্রমণে মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

গতবছর একই এলাকায় বন্য হাতির আক্রমণে ওবায়দুর রহমান নামে এক কৃষক আহত হয়েছিলেন।

Comments