শুধু ঐক্যই পারে নতুন বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যেতে: আলী রীয়াজ

আলী রীয়াজ। ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে কেবল সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন, মতামত বা সুপারিশগুলোই যথেষ্ট নয়। এজন্য রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে মানুষের ঐক্য প্রয়োজন।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণঅধিকার পরিষদের আলোচনার শুরুতে এসব কথা বলেন তিনি।

এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফার রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আশাবাদ জানিয়ে আলী রীয়াজ বলেন, গত ৫৩ বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা লালন করে আসছে, সেটি বাস্তবায়নের পথ খুলতে হবে।

তিনি জোর দিয়ে বলেন যে, শুধু কাগজে-কলমে কী লেখা হলো তা নয়, বরং জনগণের কাছে সত্যিকারের প্রতিশ্রুতি ও অঙ্গীকারের মাধ্যমে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের লক্ষ্য হলো একটি জাতীয় সনদ তৈরি করা, যার মাধ্যমে ক্ষমতার বিন্যাসের পরিবর্তন ঘটতে পারে, যাতে বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জেগে উঠতে পারে।

আলোচনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, আবু হানিফ, হাবিবুর রহমান রিজু, অ্যাডভোকেট খালিদ হোসেন, সাকিব হোসেন, শাকিল উজ জামান, ফাতেমা তুজ জোহরা রেসা এবং মুনতাজুল ইসলাম প্রতিনিধি দলে ছিলেন।

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

10h ago