নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ চ্যালেঞ্জ করা রিট খারিজ

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের ৩, ৪, ৬, ১০, ১১ এবং ১২ অধ্যায়ের কিছু সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এ সংক্রান্ত রিট সরাসরি খারিজ করে দিয়ে আদেশ জারি করে বলেছেন যে আবেদনটি প্রি-ম্যাচিওর, কারণ কমিশনের প্রতিবেদনের সুপারিশগুলো এখনও বাস্তবায়িত হয়নি।
গত ১৯ মে রিট আবেদনকারী আইনজীবী রওশন আলী নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের ৩, ৪, ৬, ১০, ১১ এবং ১২ নম্বর অধ্যায়ের সুপারিশগুলো ইসলামী শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিক, ধর্মীয় অনুভূতি পরিপন্থী এবং সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে হাইকোর্টে যুক্তি তুলে ধরেন।
রিটে হাইকোর্টের কাছে সংবিধান বিশেষজ্ঞ, ইসলামি স্কলার ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের আবেদন করেন তিনি। যে কমিটি ভবিষ্যতে ধর্মীয় ও পারিবারিক আইন সম্পর্কিত যে কোনো সংস্কার পর্যালোচনা ও পরামর্শ দেবে।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক রিটের বিরোধিতা করে বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোনো সুপারিশ এখনো বাস্তবায়িত হয়নি, তাই এই রিটটি প্রি ম্যাচিওর।
তিনি হাইকোর্টকে আবেদনটি খারিজ করে দেওয়ার অনুরোধ জানান।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হকের যুক্তি সমর্থন করে রিট আবেদনের বিরোধিতা করেন।
এর আগে ৪ মে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রওশন আলী জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।
Comments