সংস্কার-বিচার-নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান নাগরিক কোয়ালিশনের

অন্তর্বতী সরকারকে নির্বাচনের জন্য সুস্পষ্ট সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক প্ল্যাটফর্ম নাগরিক কোয়ালিশন।

আজ সোমবার এক সংবাদ বিবৃতিতে এ আহ্বান জানায় প্ল্যাটফর্মটি।

বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বতী সরকার একদিকে পরাজিত স্বৈরাচার ও কিছু বিদেশি শক্তির মিথ্যা প্রচারণা মোকাবিলা করেছে, অন্যদিকে পতিত স্বৈরাচারের জুলাই-আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের নেতৃত্বদানকারী ব্যক্তি ও তাদের কর্মকাণ্ডের সহযোগীদের বিচার শুরু করেছে এবং দেশের সংবিধান ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রক্রিয়া শুরু করেছে।

নাগরিক কোয়ালিশন বলছে, উদ্বেগের বিষয় যে, জুলাই অভ্যুথানের ১০ মাস পরও রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা এখনো অধরা। দীর্ঘ সময়ের গণতন্ত্রহীনতা ও স্বৈরশাসনের পর সমাজের সব স্তরে এখনো ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সারাদেশের বিভিন্ন স্থানে মব ভায়োলেন্স নিত্যনৈমিত্যক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ভুয়া মামলা দিয়ে নিরাপরাধ নাগরিকদের হয়রানি করার ঘটনা প্রতিনিয়ত দেখা যাচ্ছে। 

এ প্রেক্ষাপটে নাগরিক কোয়ালিশন মনে করছে, অন্তর্বতী সরকার কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন, নির্বাচনের রোডম্যাপ, রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার উদ্যোগে সরকারের অবস্থান, মিয়ানমারের সঙ্গে সম্পর্ক, চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগ, আশু প্রশাসনিক ও পুলিশ সংস্কারের সিদ্ধান্ত গ্রহণে প্রক্রিয়াগত অস্বচ্ছতা বিভিন্ন অংশীজনের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করেছে এবং সমাজ জুড়ে অস্থিরতা সৃষ্টির সুযোগ করে দিচ্ছে। 

নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে অন্তর্বতী সরকার কাছে অনতিবিলম্বে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের নীতিগত সিদ্ধান্তের পেছনের যুক্তি ও ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্ল্যাটফর্মটি বলছে, সংস্কারের অর্জনযোগ্য লক্ষ্যমাত্রা এবং সুষ্ঠ নির্বাচনের জন্য একটি স্পষ্ট সময়সীমার অনুপস্থিতি ও অস্পষ্টতা রাজনৈতিক অংশীজনদের মধ্যে বিশ্বাস ও আস্থার ঘাটতি আরও বাড়িয়ে তুলেছে। জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ধারণ করে অন্তর্বতীকালীন সরকারের ঘোষিত সংস্কার, বিচার ও নির্বাচন, এই তিন মূল প্রতিশ্রুতি পূরণের একটি স্পষ্ট রোডম্যাপ অত্যাবশ্যক।

এ অবস্থায় নাগরিক সমাজের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলো ও অন্তর্বতী সরকারের কাছে গণতান্ত্রিক রাজনৈতিক দল ও জাতীয় ঐকমত কমিশনকে জুলাইয়ের মধ্যে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠমো সুদৃঢ় করতে (ক্ষমতার ভারসাম্য তৈরির করে স্বৈরতন্ত্রে ফিরে যাবার পথ রুদ্ধ করার মাধ্যমে) প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার বিষয়সমূহে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

একইসঙ্গে রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সুস্পষ্ট অঙ্গীকার করার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি খুব দ্রুত অন্তর্বতী সরকারকে সুস্পষ্ট নির্বাচনী সময়সূচির ঘোষণা করার আহ্বান জানিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম।

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s order and deadly aftermath

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

9h ago