৫ আগস্ট বিকেলে মানিক মিয়ায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ

অন্তর্বর্তী সরকার আগামী ৫ আগস্ট বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে 'জুলাই ঘোষণাপত্র' আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।
আজ রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
এ উপলক্ষে ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার।
প্রধান উপদেষ্টার ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে লেখা হয়েছে, ছত্রিশ জুলাই—গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণঅভ্যুত্থান। যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলো ফ্যাসিস্ট। বহু শহীদের রক্ত এবং যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার।
এতে আরও বলা হয়, এক বছর পর আবার ফিরে এসেছে ছত্রিশ জুলাই। এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাঙ্ক্ষিত 'জুলাই ঘোষণাপত্র'।
'এ উপলক্ষে সারাদিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে। আসুন আমরা সবাই পরিবার পরিজন নিয়ে যোগ দেই "ছত্রিশ জুলাই" উদযাপনে। আমাদের ইতিহাস, আমাদের গৌরব,' লেখা হয় পোস্টে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানের সব অংশীদারদের উপস্থিতিতে জাতির সামনে 'জুলাই ঘোষণাপত্র' উপস্থাপন করা হবে।
ঘোষণাপত্র নিয়ে সরকার বর্তমানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে খসড়া তৈরি করছে।
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণাপত্রের দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার 'জুলাই ঘোষণাপত্র' দেওয়ার সিদ্ধান্ত নেয়।
Comments