ঈদের ছুটিতে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ওয়াটার পার্ক 'সী-ওয়ার্ল্ড'-এ দর্শনার্থীদের ভিড়। ছবি: স্টার

ঈদের লম্বা ছুটিতে চট্টগ্রাম নগরীর বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে নেমেছে মানুষের ঢল। 

ঈদের দিন ভিড় কিছুটা কম থাকলেও আজ রোববার সকাল থেকেই চট্টগ্রামের পতেঙ্গা, পার্কি ও সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠেছে। 

এছাড়া সবুজ পাহাড়ের মাঝে প্রায় পাঁচ কিলোমিটারের আঁকাবাঁকা হ্রদ নিয়ে গড়ে ওঠা ফয়'স লেকেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এখানকার ওয়াটার পার্ক 'সী-ওয়ার্ল্ড'-এর কৃত্রিম ঢেউয়ে সামুদ্রিক আমেজ নিতেই আসছেন অধিকাংশ দর্শনার্থী। বিভিন্ন রাইডেও ছিল তরুণ-তরুণীদের উচ্ছ্বাস। বেইসক্যাম্পেও দেখা গেছে অ্যাডভেঞ্চারপ্রেমীদের ভিড়। 

সী-ওয়ার্ল্ডে ঘুরতে আসা পর্যটক শায়রা ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঈদের ছুটি উপভোগ করতে আমরা কয়েকজন কাজিন একসঙ্গে ফয়ে'স লেকে বেড়াতে এসেছি। উন্মুক্ত পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা সংকট থাকে। এখানে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে।' 

লম্বা ছুটি পাওয়ায় দূর-দূরান্ত থেকেও অনেকে চট্টগ্রামে এসেছেন। তাদের অনেকেই থাকছেন ফয়'স লেক রিসোর্টে।

ফয়'স লেকের ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এবারের ঈদে দর্শনার্থীদের জন্য ফয়'স লেক কনকর্ডে বিশেষ আয়োজন করা হয়েছে। এবার ছুটি লম্বা হওয়ায় দর্শনার্থীদের পদচারণাও বেড়েছে।'

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

3h ago