ল রিপোর্টার্স ফোরামের সভাপতি জাবেদ, সা. সম্পাদক মিশন পুনর্নির্বাচিত

হাসান জাবেদ ও মনিরুজ্জামান মিশন। ছবি: সংগৃহীত

ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ। এছাড়া, ইংরেজি দৈনিক নিউ এজের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের দক্ষিণ হলে এলআরএফের বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সিনিয়র সাংবাদিক স্বপন দাস গুপ্ত নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

২০২৫–২৬ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন আজকের পত্রিকার এসএম নূর মোহাম্মদ।

এছাড়া, সহসভাপতি হয়েছেন বাংলাভিশনের আহমেদ সারোয়ার হোসেন ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না, কোষাধ্যক্ষ চ্যানেল ২৪ এর মঞ্জুর হোসেন।

অন্যান্যদের মধ্যে এটিএন নিউজের জাবেদ আখতার প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিবিসি বাংলার জান্নাতুল ফেরদৌস তানভি প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক হয়েছেন।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সমকালের ওয়াকিল আহমেদ হিরন, জনকণ্ঠের বিকাশ নারায়ণ দত্ত, বাসসের হাবিবুর রহমান, জাগো নিউজের ফজলুল হক মৃধা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
আরও উপস্থিত ছিলেন ল রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি সালেহউদ্দিন, আশুতোষ সরকার, মাশহুদুল হক, শামিমা আক্তার, জ্যেষ্ঠ সদস্য কাজী আবদুল হান্নান প্রমুখ।

Comments

The Daily Star  | English

Hasina’s ICT trial hears survivor’s account of being shot, denied treatment

Survivor claims Hasina ordered 'no release, no treatment' for injured protesters in court

10m ago