তাজিয়া মিছিলে ছোরা-তরবারি-লাঠি ও আতশবাজি ফোটানো নিষিদ্ধ: ডিএমপি

হোসেনি দালানের সামনে তাজিয়া মিছিল | ফাইল ফটো | ছবি: প্রবীর দাশ/স্টার

তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো যাবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ বুধবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১০ মুহাররম (৬ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগর এলাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। কিছু ব্যক্তি মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি নিয়ে অংশগ্রহণ করেন, যা ক্ষেত্রবিশেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং নগরবাসীর মনে ভীতি ও জননিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করে।

তাছাড়া, মুহাররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটক ফোটানো হয়, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

Comments

The Daily Star  | English

Ducsu: From student union to shaping Bangladesh’s politics

From Language Movement to anti-Ershad protests, Dhaka University’s student body left a lasting mark on national history

46m ago