মাইলস্টোন কলেজে হতাহতদের তালিকা প্রকাশের কাজ চলছে: প্রধান উপদেষ্টার কার্যালয়

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের একটি সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য কাজ চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত ও আহত প্রত্যেকের নাম-পরিচয় যাচাই করা হচ্ছে এবং সরকার তাদের সব ধরনের সহায়তা প্রদান করছে। যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না, সেগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি, দুর্ঘটনায় আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ মানের সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই দাবি প্রত্যাখ্যান করে বলা হয়েছে, 'এ দাবি সঠিক নয়।'

এতে আরও বলা হয়, এই মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।

এই দুর্ঘটনায় পরিচিত কেউ নিখোঁজ থাকলে তাদের অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানিয়ে বলা হয়, স্কুল প্রাঙ্গণে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে। এছাড়া, বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথি থেকেও কেউ নিখোঁজ রয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। আজ সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান এই তথ্য জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

CMP chief orders police to open fire if faced with weapons

The verbal directive, issued over wireless on Tuesday night, applies to all CMP personnel

28m ago