চট্টগ্রামে ৫ দফা দাবিতে তেল কোম্পানির ক্যাজুয়াল শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়ন্ত্রণাধীন তেল কোম্পানির ক্যাজুয়াল শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত নগরীর সল্টগোলা এলাকায় বিপিসির প্রধান কার্যালয়ের সামনে তিন ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে।

এতে বিপিসির নিয়ন্ত্রণাধীন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি এবং ইস্টার্ন রিফাইনারির শতাধিক শ্রমিক অংশ নেন।

বিক্ষোভ কর্মসূচি শেষে শ্রমিক নেতারা বিপিসি চেয়ারম্যানের কাছে পাঁচ দফা দাবিসহ একটি স্মারকলিপি জমা দেন।

ক্যাজুয়াল শ্রমিক নেতা মো. জামাল উদ্দিন বলেন, বিপিসির নিয়োগ নীতিমালা ২০২৩ সংশোধন করে দৈনিক ভিত্তিক শ্রমিকদের অংশগ্রহনের সুযোগ এবং বিভিন্ন বিভাগে দীর্ঘদিন কর্মরত শ্রমিকদের ছয় ও সাত নম্বর গ্রেডে মৌখিক পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ দিতে হবে।

তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ১ জুলাই থেকে ৮০০ টাকা মজুরি কার্যকর করতে হবে।

শ্রমিকদের বাকি দাবিগুলো হলো—দুই ঈদে বোনাস ও বৈশাখী ভাতা এবং ঝুঁকি ভাতা দিতে হবে;  প্রতি বছর বেতন বৃদ্ধি ও শিফট ডিউটিতে কর্মরত সব শ্রমিকদের খাবারের ব্যবস্থা করতে হবে; প্রতি পঞ্জিকাবর্ষে ১৫ দিন ছুটি ও শ্রমিক হিসেবে নিয়োগপত্র দিতে হবে এবং নারী শ্রমিকদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ৪৫ দিনের ছুটি কার্যকর করতে হবে।

শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন, আলমগীর হোসেন প্রমুখ।

Comments

The Daily Star  | English

If Neela Market is closed at dawn, I go to Westin, says Asif Mahmud

He visits the Neela Market on the 300-ft road for a special delicacy -- duck meat

27m ago