একটা পাথর যদি সরানোর চেষ্টা হয়, জীবন ঝালাপালা করে দেবো: সিলেটের ডিসি

ছবি: সংগৃহীত

পাথর লুটেরাদের উদ্দেশে প্রথম কঠোর বার্তা দিয়েছেন সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সরওয়ার আলম।

দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই আজ বৃহস্পতিবার বিকেলে তিনি সাদাপাথর পরিদর্শন করেন। এরপর কোম্পানীগঞ্জে তিনটি ক্রাশার মিলে অভিযান চালান।

সেখানে গিয়ে নতুন জেলা প্রশাসক সংশ্লিষ্টদের বলেন, 'বলে দেবেন, একটা পাথর যদি সরানোর চেষ্টা করে, একদম জীবন ঝালাপালা করে দেবো। কোনো গাড়িতে যদি নিচে সাদা পাথর দিয়ে উপরে অন্য পাথর দেয়, আমদানি করা পাথর দিয়ে সরাতে চায়, ট্রাকও জব্দ করব আমি, বিচারও করব।'

অভিযানে তিনি তিনটি ক্রাশার থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করেন এবং সাদা পাথরে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কঠোর নজরদারি, আইনানুগ ব্যবস্থা এবং ঐতিহ্যবাহী এই পর্যটনকেন্দ্র সম্পূর্ণভাবে পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।

'লুণ্ঠিত পাথরগুলো কোথায় কোথায় আছে, সেটি খুঁজে বের করে আমরা রিইনস্টল করছি। আশা করছি, কিছু দিনের মধ্যে সাদাপাথর আগের অবস্থায় ফিরে আসবে। আমরা নিশ্চিত করব যেন এমন লুটপাট আর কখনো না ঘটে।'

সরওয়ার আলম বলেন, 'অপরাধের মাত্রা অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। শাস্তির চেয়ে অপরাধ প্রতিরোধই উত্তম।'

সীমান্ত এলাকার চোরাকারবারি ও স্থানীয়ভাবে এই লুটপাটের সঙ্গে জড়িত সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি।

সিলেটের সাদাপাথর এবং বিভিন্ন স্থান থেকে ব্যাপক পাথর লুটপাটের সমালোচনার মধ্যে গত ১৮ আগস্ট পূর্ববর্তী জেলা প্রশাসককে ওএসডি করা হয়।

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in foreign direct investment (FDI) in the fiscal year (FY) 2024-25, with net inflows reaching $1.71 billion.

2h ago