কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না: হাসনাত

হাসনাত আবদুল্লাহ | ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপি কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করবে না।

তিনি বলেন, 'আমাদের আসন দিয়ে কেনা যাবে না, আমরা বিক্রি হতে আসিনি।'

আজ শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে 'জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তার ভাষ্য, আসন ভাগাভাগি বা সমঝোতার মাধ্যমে নির্বাচন হলে সেটি হবে মধ্যরাতের ভোটের পুনরাবৃত্তি।

'আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না। জনগণের সামনে বিকল্প থাকতে হবে। আগের মতো ওসিনির্ভর বা প্রশাসননির্ভর নির্বাচন আমরা চাই না,' বলেন তিনি।

হাসনাত আরও বলেন, 'আমরা বিক্রি হতে আসিনি। আসন দিয়ে আমাদের কেনা সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। জনগণের আস্থা থাকলেই আমরা টিকে থাকব।'

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

4h ago