ভোলায় বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার

ভোলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সকালের চিত্র। ছবি: মনির উদ্দিন অনিক

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের নেতার মুত্যুতে জেলা বিএনপির  ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেন, জনভোগান্তির কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ কেন্দ্রীয় নেতাদের কয়েকজন।

বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে 'অব্যবস্থাপনার' প্রতিবাদে সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই ভোলা জেলা সদরেও বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ছিল বিএনপির। সেদিন নেতা-কর্মীরা জেলা কার্যালয়ে সমাবেশ করে মিছিলের প্রস্তুতি নিলে পুলিশের সঙ্গে সংঘাত বাধে।

এই সংঘর্ষে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের আবদুল রহিম। ওই ঘটনায় নূরে আলমের মাথায় গুলি লাগে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জেলা বিএনপি।

Comments

The Daily Star  | English

US tariff threatens export economy

The tariff places Bangladesh at an immediate disadvantage against regional competitors in the garment trade.

9h ago