বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আগামী ডিসেম্বর মাসের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে বিদায় জানানোর হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ছবি: স্টার

আগামী ডিসেম্বর মাসের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে বিদায় জানানোর হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত বরিশাল জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তারা এই হুশিয়ারি দেন। 

বিদ্যুৎখাতে দুর্নীতিবিরোধী বিক্ষোভে ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও ভোলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে হত্যাসহ শতাধিক নেতাকর্মীকে গুলিবিদ্ধ করে আহত করার অভিযোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। 

ছবি: স্টার

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ ছাড়া বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামুসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মিডিয়া সেলের সমন্বয়ক জহির উদ্দিন স্বপনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।  

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'জনগণের অধিকারের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে, আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বসে কিছু দিন পর পর তেল গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে দ্রব্যমূল্য উর্ধ্বোমুখী করে। এর প্রতিবাদে জনগণ মাঠে নামলেই পুলিশ দিয়ে হত্যা করে এই ভোটবিহীন সরকার।'

আগামী ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ সরকারকে বিদায়ের জন্য রাস্তায় শেষ খেলার হুশিয়ারি দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামুসুজ্জামান দুদু। 

এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন জানান, কঠোর আন্দোলনের মাধ্যমে অবৈধ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে।

Comments