‘পুলিশের গুলিতে আহত’ ছাত্রদলকর্মীকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব

কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলায় বিএনপির কর্মসূচিতে ‘পুলিশের গুলিতে আহত’ হয়ে রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলকর্মী মো. শ্রাবণকে দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছাত্রদলকর্মী শ্রাবণকে দেখতে হাসপাতালে গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলায় বিএনপির কর্মসূচিতে 'পুলিশের গুলিতে আহত' হয়ে রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলকর্মী মো. শ্রাবণকে দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট ধানমন্ডির পপুলার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল কর্মীকে তিনি দেখতে যান। বিএনপি থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি নজিরবিহীন বিদ্যুৎ লোডশেডিং, জ্বালানি মূল্যবৃদ্ধি, নিত্যপণ্য মূল্যবৃদ্ধি, স্বেচ্ছাসেবক দল, যুবদলের নেতার পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে গত ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা বিক্ষোভ সমাবেশ পাকুন্দিয়া ছাত্র দলের কর্মী শ্রাবণ পুলিশের গুলিতে গুরুতর আহত পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে গিয়ে চিকিৎসকের কাছে খোঁজ-খবর নেন বিএনপি মহাসচিব।

মহাসচিব শ্রাবণের মাকে বলেন, 'আল্লাহর ওপর ভরসা রাখুন, আমরা আপনার পাশে আছি। চিকিৎসকরা গুরুত্ব দিয়ে চিকিৎসা করছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খোঁজ নিচ্ছেন। গণতন্ত্র ফিরিয়ে আনার এই সংগ্রামে আপনার ছেলে গুরুতর আহত। তার এই কষ্ট বৃথা যাবে না। গণতন্ত্র ফিরে আসবে, সুসময় আসবে ইনশাআল্লাহ।'

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শ্রাবণ পপুলার হাসপাতালের এচইডিইউতে চিকিৎসাধীন। গুলির আঘাতে তার ফুসফুস, খাদ্যনালী, লিভার ও কিডনি আক্রান্ত হয়েছেন।

Comments