রূপগঞ্জে ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের বাড়ি-দোকানপাটে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে৷
রূপগঞ্জ বিএনপি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় গতকাল শনিবার রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালানো হয়। ছবি: স্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের বাড়ি-দোকানপাটে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে৷

দফায় দফায় এ হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা৷

রাজধানীতে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করাকে কেন্দ্র করে গতকাল শনিবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার ভুলতা এলাকায় এ হামলা চলে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা-কর্মীর৷

স্থানীয় লোকজন ও বিএনপি নেতা-কর্মীরা জানান, শনিবার রাজধানীতে তাবিথ আউয়ালসহ বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখাঁ থেকে ভুলতা পর্যন্ত একটি মশাল মিছিল করে ছাত্রদলের নেতা-কর্মীরা৷ মিছিলের খবর পেয়ে উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে মিছিল করে৷ তাৎক্ষণিক সমাবেশও করেন তারা৷ এ সমাবেশের পরই হামলার ঘটনাগুলো ঘটে৷

বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাধিক নেতা-কর্মীর অভিযোগ, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল, তার ভাই যুবলীগ নেতা রানা, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান, যুবলীগ নেতা আল-আমিন ও আব্দুল্লাহসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলায় অংশ নেয়৷ তারা জেলা ছাত্রদলের সহসভাপতি মাসুদুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের ৬সদস্যকে আহত করে৷ তাদের মধ্যে মাসুদুরের বাবা ও মা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন৷

একই রাতে ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রনি হাসান, তার মামা মো. শরীফ ও ছাত্রদল কর্মী মো. আলিফের দোকান ও রেস্তোরাঁ লুট করা হয়েছে বলে অভিযোগ তাদের৷

ছাত্রদল নেতা মাসুদুর রহমান বলেন, রাতে মশাল মিছিল বের করেন তারা৷ উপজেলার ভুলতা এলাকায় মিছিল শেষ করার কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তার বাড়িঘরে হামলা চালায়৷ বাড়ির সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণেরও অভিযোগ করেন তিনি৷

হামলার সময় তার বাড়িতে থাকা বৃদ্ধ বাবা, মা, কিশোরী বোন, ভাতিজা ও বড় ভাইকে পিটিয়ে আহত করা হয়েছে বলে জানান মাসুদুর৷ গুরুতর আহত অবস্থায় বাবা-মা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন৷

বাড়িঘর ভাঙচুর ছাড়াও ঘরে থাকা নগদ ৭৩ হাজার টাকা, টেলিভিশন ও তার ব্যবসা প্রতিষ্ঠানের অন্তত দেড় লাখ টাকা মূল্যের পণ্য লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ এ ছাত্রদল নেতার৷ হামলার সময় ঘটনাস্থলে এক গাড়ি পুলিশও উপস্থিত ছিল বলে জানান তিনি৷

মাসুদুরের বাড়িতে হামলার পূর্বে ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদের বাড়িতে হামলা করা হয়৷ তার বাড়ির মূল গেট ভাঙতে না পেরে পাশের মুদি দোকানের তালা ভেঙে নগদ টাকা ও চাল লুট করে হামলাকারীরা৷ রাত সাড়ে এগারোটা পর্যন্ত ছাত্রদলের বিভিন্ন নেতা-কর্মীর দোকান ও রেস্তোরাঁ লুট হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতা-কর্মীর৷

শাকিল বলেন, 'রাজনীতির নামে লুটপাট চালাচ্ছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা৷ বাড়িঘরে হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করার নাম রাজনীতি না, এগুলো ডাকাতি৷'

তবে হামলার ঘটনায় আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া৷ তিনি বলেন, 'হামলার কোনো ঘটনা শুনিনি৷ এমন কোনো ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কেউ জড়িত না৷'

এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান বলেন, 'গত বিশ দিনে অন্তত ১৫টি হামলার ঘটনা ঘটেছে রূপগঞ্জে৷ এসব হামলায় আওয়ামী লীগের দলের নেতা-কর্মীরা অংশ নিয়ে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়৷ সবকিছু জানার পরও পুলিশ-প্রশাসন কোন ব্যবস্থা নেয় না৷'

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তার সংযোগ পাওয়া যায়নি৷ তবে জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ('গ' সার্কেল) আবীর হোসেন বলেন, 'গতরাতে দুই পক্ষেরই অবস্থানে কিছুটা উত্তেজনা ছিল৷ পুলিশও যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে তৎপর ছিল৷ তবে হামলার মতো কোনো ঘটনা ঘটেছে বলে কেউ অভিযোগ করেনি৷ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে৷'

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago