‘পুলিশ হয়ে’ ঘরে ঘরে অভিযান চালাতে চান যে যুবলীগ নেতা

রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি সামশুদ্দোহা সিকদার। ছবি: সংগৃহীত

রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি সামশুদ্দোহা সিকদার বিএনপির নেতা-কর্মীদের দমনে 'পুলিশ হয়ে' তাদের ঘরে ঘরে ঢুকে অভিযান চালানোর হুমকি দিয়েছেন।

তিনি বলেছেন, 'আমরা এক, দুই তিনবার দেখব… তৃতীয়বার আমরা পুলিশ হয়ে ঘরে ঘরে অভিযান চালাব… রাঙ্গুনিয়ার রাজনীতি রাউজান (পার্শ্ববর্তী উপজেলা) স্টাইলে রূপ নেবে। এখানে আর কোনো ছাড় দেওয়া হবে না।'

গত বৃহস্পতিবার রাঙ্গুনিয়ার পারোয়া ইউনিয়নে যুবলীগের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। পরে এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সামশুদ্দোহাকে আরও বলতে শোনা যায়, 'এখানে আমাদের ভাইয়েরা আছে। তারা যদি বলে "আমরা আর পারছি না", তাহলে আমরা অভিযান চালাব। উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে কর্মী বাছাই করেছি। নাশকতা ঠেকাতে যুবলীগ প্রস্তুত আছে।'

এই বক্তব্যের ব্যাপারে সামশুদ্দোহার সঙ্গে কথা বলার জন্য দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

তবে এ ব্যাপারে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদারের ভাষ্য, 'আবেগাপ্লুত' হয়ে সামশুদ্দোহা এই বক্তব্য দিয়েছেন। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'নেতারা যখন জনসভায় বক্তব্য দেন, তখন অনেক কথা বলেন। বিএনপি নেতারা তাদের বক্তৃতায় আমাদের হুমকি দেয়, তারা আমাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে। কিন্তু আমরা সেগুলোকে মাঠের বক্তৃতা হিসেবে বিবেচনা করি।'

শামসুল আলম আরও বলেন, 'সামশুদ্দোহার একটি আংশিক বক্তব্য ভাইরাল করা হয়েছে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য। তিনি কেন্দ্রীয় কমিটিতে যুবলীগের পদ প্রত্যাশী। তাই আমি মনে করি প্রতিদ্বন্দ্বিরা তার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এটি করেছে।'

এদিকে প্রকাশ্য সভায় সামশুদ্দোহার এমন হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলার বিএনপি নেতারা। তারা বলছেন, এমন ‍হুমকির পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ব্যাপারে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন বলেন, 'আমাদের নেতা-কর্মীরা বাড়িতে থাকতে পারছে না কারণ তাদের অনেকগুলো মিথ্যা মামলার আসামি করা হয়েছে। পুলিশ প্রায় প্রতি রাতেই বাড়িতে বাড়িতে অভিযান চালায়। আর এখন যুবলীগ নেতা প্রকাশ্যে আমাদের বাড়িতে অভিযান চালানোর হুমকি দিচ্ছেন।'

এ ব্যাপোরে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছি কিনা জানতে চাইলে কুতুব উদ্দিন বলেন, 'আমরা কীভাবে আইনি পদক্ষেপ নেব। পুলিশ আমাদের অভিযোগ রেকর্ড করে না। দেশ এখন বিচারহীনতার সংস্কৃতির মধ্য দিয়ে যাচ্ছে।'

একই অভিমত ব্যক্ত করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলী নুর।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, 'আমি শুধু বলতে চাই যে তিনি (সামশুদ্দোহা) এই কাজটি (পুলিশ হয়ে অভিযান চালানোর হুমকি দেওয়া) ঠিক করেননি।'

Comments

The Daily Star  | English

Over 290 killed as Air India Dreamliner crashes into Ahmedabad college hostel

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

9h ago