‘সময়মতো’ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা জানাবে বিএনপি

fakhrul.jpg
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফাইল ফটো। ছবি: সংগৃহীত

সংবিধানের বাতিল হওয়া ত্রয়োদশ সংশোধনীর আলোকেই বিএনপি 'সময়মতো' নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের পর সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আপনারা সময়মতো জানবেন। যুগপৎ আন্দোলন শুরু করলে আপনারা জানতে পারবেন। আমাদের রূপরেখায় থাকবে সংবিধানের ৫৮(খ), (গ).. যেটা সংবিধানের (দ্বাদশ সংশোধনী) ছিল। তারই আলোকে এই রূপরেখা হবে।'

ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ আসনে বিজয়ী হয়ে ১৯৯৬ সালের ২৭ মার্চ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে ত্রয়োদশ সংশোধনী পাস করে।

২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১১ সালে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে।

আজ সকাল সাড়ে ১১ টায় ২০ দলীয় জোটের অন্যতম শরিক এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন মির্জা ফখরুল।

প্রতিনিধিদলের অন্যরা হলেন— মোস্তাফিজুর রহমান মোস্তফা, আহম জহির হোসেন হাকিম, নবী চৌধুরী, শরিফ মনির হোসেন, বেলাল আহমেদ, ফরিদউদ্দিন, ফখরুজ্জামান, হাসিবুর রহমান ও আবুল কালাম আজাদ।

এর আগে সকাল ১০টায় বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব।

লেবার পার্টির চেয়ারম্যান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— ফারুক রহমান, এসএম ইউসুফ আলী, আমিনুল ইসলাম রাজু, আলাউদ্দিন আলী, জহিরুল হক, আমিনুল ইসলাম, রামকৃষ্ণ সাহা, হুমায়ুন কবির ও খন্দকার মিরাজুল ইসলাম।

এই ২ বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, 'আমরা আজকে বাংলাদেশ লেবার পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টির যুগপৎ আন্দোলনের দাবিনামা নিয়ে আলোচনা করেছি। আমরা যে দাবিগুলোর খসড়া নিয়ে আলোচনা করেছি, এর ভেতরে প্রধান দাবিগুলোর মধ্যে অবৈধ ফ্যাসিস্ট  সরকারের পদত্যাগ, একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন, সংসদ বাতিল, নতুন নির্বাচন কমিশনের অধীনে একটা গ্রহণযোগ্য নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি— এসব দাবির বিষয়ে একমত হয়েছি।'

'অন্যান্য দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষে দাবিগুলো চূড়ান্ত করে আমরা যুগপৎ আন্দোলনে এগিয়ে যাব', যোগ করেন তিনি।

দ্বিতীয় দফা সংলাপে ইতোমধ্যে জাতীয় পার্টি (কাজী জাফর), এলডিপি ও কল্যাণ পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব।

Comments

The Daily Star  | English

Crime ‘stable’ at 11 murders, 15 rapes a day!

The chief adviser's press wing goes on to assert that the official crime statistics from September 2024 to June 2025 do not "completely" support the claim that crime is sharply rising this year.

13h ago